Posts

Showing posts from October, 2020

শুভ বিজয়া

Image
শুভ বিজয়া    সাজিয়ে নিয়ে বরণডালা  বিদায় বেলায় সিঁদুর খেলা  জানান দিল উদাস মন আজ যে মায়ের বিসর্জন ।  মৃদু হলো ঢাকের আওয়াজ ম্লান সাঁঝের আলো  'ফিরবো আবার'  কথা দিয়ে আজ মা বিদায় জানালো  ।  দেবী মায়ের আশীর্বাদে  আগামী বছর কাটুক সুখে  আসছে বছর আবার হবে  আজ বিজয়া হোক  মিষ্টিমুখে  ।।  কলমে :  মৌমিতা  ।  চিত্রাঙ্কন :   সায়নী  ।  তারিখ :   ২৬ শে অক্টোবর, ২০২০ । 

আমার দুর্গা

Image
                    আমার দুর্গা একদিকে মহা সমারোহে  চলছে মায়ের অকাল বোধন  অন্যদিকে আমার দুর্গা  আজও কেন সইছে নির্যাতন !  দেবী মায়ের আগমনে হোক  অসুর নিধন মর্ত্যে  আমার দুর্গা লড়বে আজ বাঁচবে নিজের শর্তে  ।  অশুভ শক্তির বিনাশ হোক  দেবী মায়ের আশীর্বাদে  আমার দুর্গা নিজের সত্বা  গড়বে আজ নিজের হাতে ।  সাম্যের ফুল পড়ুক ঝরে  অষ্টমীর অঞ্জলিতে  আমার দুর্গা ঘুরে দাঁড়াবে  যথাযোগ্য জবাব দিতে ।  সব কলঙ্ক মুছে যাক  সন্ধিপূজোর শেষ আগুনে  আমার দুর্গা বিকশিত হবে নিজের রূপে, নিজের গুনে  ।  এবার বিসর্জনে হোক তবে  নতুন করে মায়ের বোধন  আমার দুর্গা নবরূপে আজ করবে নব বিশ্বায়ন  ।।                                             - মৌমিতা চিত্রাঙ্কন :   সায়নী কর্মকার।  কলমে :  মৌমিতা কর।  তারিখ :  ২৩ শে...