শুভ বিজয়া
শুভ বিজয়া সাজিয়ে নিয়ে বরণডালা বিদায় বেলায় সিঁদুর খেলা জানান দিল উদাস মন আজ যে মায়ের বিসর্জন । মৃদু হলো ঢাকের আওয়াজ ম্লান সাঁঝের আলো 'ফিরবো আবার' কথা দিয়ে আজ মা বিদায় জানালো । দেবী মায়ের আশীর্বাদে আগামী বছর কাটুক সুখে আসছে বছর আবার হবে আজ বিজয়া হোক মিষ্টিমুখে ।। কলমে : মৌমিতা । চিত্রাঙ্কন : সায়নী । তারিখ : ২৬ শে অক্টোবর, ২০২০ ।