Posts

Showing posts with the label Ekphrasis by Sayani and Moumita

Bengali Poem

Image
  মুক্তি অভিযোগগুলো নিরবেই কত প্রশ্নের জাল বোনে ,  উত্তরটা আজও পায়নি মুক্তি পড়ে আছে এক কোনে ।  দূর হতে হতে হয়তো একদিন হারিয়ে যাবো ভীড়ে ,  আবদার সব ফিরিয়ে দেবো  স্মৃতির পাতা ছিঁড়ে ।  হয়তো হঠাৎই একদিন খেয়াল করবে যোগাযোগ নিভে গেছে অবহেলাতেই ,  তবে ফিরে তাকিয়ে দেখবে সেদিন তোমার মাঝে সেই আমি আর নেই ।  - মৌমিতা  চিত্রাঙ্কন - সায়নী কর্মকার।   

You

Image
YOU   Take your time, but let it heal  Oneday you'll surely shine bright Just like a golden daffodil.  Life is a blend of ebb and flow,  The gift of happiness may come slow.  You just need to be strong enough,  To go beyond every smooth and rough.  Make your life a happy land Covered in aromatic lavender blue,  Just put on a smile and love yourself  Let them adore the magic in you.  - Moumita  Artwork : Sayani Karmakar.  Date : 8th January, 2022.

Bengali poem

Image
তোমার এই নতুনের শহরে  আমি আজ বড্ড বেমানান ,  শব্দছকে জব্দ হয়ে ভুল হয়ে যায় বানান ।  তোমার ওই মায়াবী শহর  আমার এই একচালা ঘর ,  স্মৃতিগুলো ভিড় জমালেও তুমি আজ অন্য কারোর ।  এখন আমার সন্ধ্যা নামে  নিকোটিনের ধোঁয়ায় মিশে ,  আর রাতজাগা একাকিত্বরা পড়ে থাকে ভাঙা কার্নিশে ।                                     - মৌমিতা  চিত্রাঙ্কন - সায়নী কর্মকার তারিখ - ১১/১১/২০২১

Serenity

Image
Serenity   Amidst the Chaos, in search of peace  My restless soul just want to quiesce .  When despair started growing in me  I realised that my peace of mind is wild and free.  I've found that place ,  Where serenity arrives to ease the pain And the ambiance of silence brings the zen. Those peaceful moments embraces me  When I let my inner soul  resonate wide and loud ,  Cause now I've discerned that Serenity is the magical sanctum  Lurking behind the crowd .  - Moumita  20.09.2021 Artwork - Sayani Karmakar. 

Priorities

Image
Priorities     You should feel lucky  If you are someone's priority Not everyone has that fate ,  Yes, I've always trusted the wrong ones May be I was just an option for them That's why they left .  Over the days I could feel Those vibes are getting changed But how it happened  I had no clue,  Still I believe, its not the people  Who changes with time ,  It's just their priorities that do.                           - Moumita Date : 27th August, 2021. Artwork : Sayani 

ময়ূরপঙ্খী

Image
ময়ূরপঙ্খী   মুঠোবন্দী ইচ্ছেগুলো'ও ক্লান্ত দিনের শেষে ,  শ্রাবণের প্রবল ধারায় মেতে ওঠে ময়ূরপঙ্খীর বেশে ।  - মৌমিতা।  চিত্রাঙ্কন : সায়নী  তারিখ :  ৬ই জুলাই  , ২০২১ । 

Life

Image
  Life Life is so strange Sometimes it seems so perfect But then within a moment  It can change.  Sometimes in an abrupt way  It can bloom in deadly places,  And sometimes an adorned life  Can be found into broken pieces.  Written by : Moumita  Artwork : Sayani  Date : 13th June, 2021.

Forever

Image
Forever  The nights without you seems so dark,  As if the stars in the sky have lost their spark .  Whenever i lost my way in the darkest night Your love has always been the shining light.  You always kept me in the right way,  Without you i dnt know how to stay.  Whenever i am in pain,you make me laugh  To keep me alive, your love is enough .  Whenever i cried ,you wiped out my tears ,  Whenever i am broken ,  You have been the one who cares.  When i was sacred, you hugged me tight  You made me smile, squeezed all the plight.  Whenever i needed  You Have been there holding my hand,  My feelings , my emotions  You only  understand.  Every time you look at me I feel so special ,  Your presence in my life Makes my fantasy real.  So when i say I Love You  Trust me its true,  When i say Forever  Trust me i will never leave you.  I promise i will never break your heart , Ne...

শুভ বসন্ত উৎসব

Image
  আজ লাল পলাশের রঙ মাখে  চির সোহাগী বসন্ত  ,  আজ ভালোবাসার শত রঙ  রাঙিয়ে যায় দিগন্ত ।  ধূসর প্রাণের ক্যানভাসে আজ শুধুই আবীর খেলা  ,  আর তোমার একমুঠো গুঁড়ো প্রেমরঙে  আজ রঙিন আমার বসন্তবেলা  ।।  .  .  কলমে :   মৌমিতা  কর  ।  চিত্রাঙ্কন :  সায়নী  কর্মকার  ।  তারিখ : ২৮ শে মার্চ, ২০২১ । 

কলঙ্কিনী রাধা

Image
কলঙ্কিনী রাধা বিচ্ছেদে যার পরিণতি  বিরহ যার সুরে বাজে,  কলঙ্কিনী রাধা আজও  আঁখিজলে তাকেই খোঁজে ।। .  .  .  চিত্রাঙ্কন : সায়নী কর্মকার।  কলমে : মৌমিতা কর ।  তারিখ : ৬ই মার্চ, ২০২১ ।                          

New Year

Image
  New Year   New year comes with new dreams  Some New chapters and new themes  But the thing that remains same Is your loved ones in your frame  Again a year passed  showing so many things ,  But all we want  is the happiness that always clings.  So again its a new start ,  New wishes in your cart  If lost anything , leave it behind  Lets start again with a fresh mind  So forget the worries,forget the fear  Just have a smile and cheers to the New Year.  Artwork : Sayani Karmakar  Written by : Moumita Kar  Date : 1st January, 2021. New Year 

Imperfection

Image
Imperfection  The mirror reflects my imperfections And those are the essence of my being  I believe, Beauty lies in imperfections  It depends on the art of seeing.  Imperfections aren't the sign of inadequacy  Rather they are the marks of authenticity  So I'm comfortable in my imperfections  And happy with my reality.  Written by - Moumita Kar .  Artwork - Sayani Karmakar.  Date - 12th December, 2020 . 

Bengali poem - Canvas painting : অতৃপ্ত

Image
  অতৃপ্ত   ঠোঁটের কোনায় আলতো হাসি  অন্য গল্প বলে যাক সত্যিটা শুধু আয়না দেখুক  কষ্টটা নয় ব্যক্তিগত'ই থাক ।  সময়ের অবকাশে হারিয়ে গেছে ইচ্ছেগুলো,  মন-জমিটা আজ পরিত্যক্ত পাওয়াগুলো সব মানিয়ে নিলেও চাওয়া'গুলো আজও অতৃপ্ত । ।  চিত্রাঙ্কন : সায়নী কর্মকার।  কলমে : মৌমিতা কর  ।  তারিখ : ২৫শে নভেম্বর, ২০২০ । 

শুভ বিজয়া

Image
শুভ বিজয়া    সাজিয়ে নিয়ে বরণডালা  বিদায় বেলায় সিঁদুর খেলা  জানান দিল উদাস মন আজ যে মায়ের বিসর্জন ।  মৃদু হলো ঢাকের আওয়াজ ম্লান সাঁঝের আলো  'ফিরবো আবার'  কথা দিয়ে আজ মা বিদায় জানালো  ।  দেবী মায়ের আশীর্বাদে  আগামী বছর কাটুক সুখে  আসছে বছর আবার হবে  আজ বিজয়া হোক  মিষ্টিমুখে  ।।  কলমে :  মৌমিতা  ।  চিত্রাঙ্কন :   সায়নী  ।  তারিখ :   ২৬ শে অক্টোবর, ২০২০ । 

আমার দুর্গা

Image
                    আমার দুর্গা একদিকে মহা সমারোহে  চলছে মায়ের অকাল বোধন  অন্যদিকে আমার দুর্গা  আজও কেন সইছে নির্যাতন !  দেবী মায়ের আগমনে হোক  অসুর নিধন মর্ত্যে  আমার দুর্গা লড়বে আজ বাঁচবে নিজের শর্তে  ।  অশুভ শক্তির বিনাশ হোক  দেবী মায়ের আশীর্বাদে  আমার দুর্গা নিজের সত্বা  গড়বে আজ নিজের হাতে ।  সাম্যের ফুল পড়ুক ঝরে  অষ্টমীর অঞ্জলিতে  আমার দুর্গা ঘুরে দাঁড়াবে  যথাযোগ্য জবাব দিতে ।  সব কলঙ্ক মুছে যাক  সন্ধিপূজোর শেষ আগুনে  আমার দুর্গা বিকশিত হবে নিজের রূপে, নিজের গুনে  ।  এবার বিসর্জনে হোক তবে  নতুন করে মায়ের বোধন  আমার দুর্গা নবরূপে আজ করবে নব বিশ্বায়ন  ।।                                             - মৌমিতা চিত্রাঙ্কন :   সায়নী কর্মকার।  কলমে :  মৌমিতা কর।  তারিখ :  ২৩ শে...

শুভ মহালয়া

Image
শুভ মহালয়া   রৌদ্রজ্জ্বল শরতের আকাশে শিউলি সুবাস ভাসে  আজ আগমনীর রঙ লেগেছে  শিশির ভেজা ঘাসে ।  খুশির দোলায় উঠলো মেতে  কাশের গহন বন  মহালয়ার শারদ প্রাতে  মায়ের আগমন ।  উঠলো বেজে শঙ্খ-নিনাদ হিমেল বাতাসে আগমনী গান উঠলো মেতে ঢাকের তালে আবেগপ্লুত বাঙালী প্রাণ ।  সেজে উঠলো সৃষ্টি আবার নতুন রূপে মায়ের হাতে   শুভ হোক শারদীয়া  দেবী দুর্গার আশীর্বাদে  ।।                                চিত্রাঙ্কনে : সায়নী কর্মকার  কন্ঠে : সৌমদীপ বেরা  কলমে ও সৌজন্যে : মৌমিতা কর  তারিখ : ১৭ ই সেপ্টেম্বর, ২০২০ । 

Canvas painting - Bengali poem - প্রাক্তন

Image
                              প্রাক্তন   তোমার নামে, নীলচে খামে লেখা শেষ চিঠিটা আজও জানে সেই বৃষ্টিভেজা সন্ধ্যাবেলার  শেষ স্মৃতিটা আজও বেঁচে বেলাশেষের গানে ।  সত্যি নয় সে রূপকথা অবুঝ মনের চুপকথা ,  শব্দের আড়ালে চোখের ভাষারা পাল্টে নিয়েছে দৃষ্টিকোণ  তবুও কোনো এক অন্তহীন অপেক্ষায়  আজও বেঁচে বেপরোয়া মন  ।  ব্যস্ত দিনের বেহিসাবী ইচ্ছেগুলোর মাঝে দূরত্ব বেড়েছে আজকাল  কখনো যারা চেয়েছিল এক হতে আজ তারা সমান্তরাল । এখন শ্রাবণের ভেজা ছাদে  পড়ে থাকে ঝাপসা চোখ আর উদাস মন একলা আকাশে , পুরোনো অভ্যাসে বেঁচে থাকা সেই তুমি, আজ প্রাক্তন !!                  Artwork - Sayani Karmakar.           Poem written by - Moumita kar               Artwork - Sayani Karmakar.                Date - 2nd September, 2020.     ...

Poem - Let's Go | Canvas painting

Image
              Let's Go    Let's go somewhere far away From the cacophony of the city Somewhere amidst the nature Away from this synthetic beauty.    Let's go somewhere  To find the emerald twilights  Under the starry sky Away from the glaring city lights.               Artwork -   Sayani Karmakar.              Poem written by - Moumita Kar.                Date -  14th August, 2020.

Poem on Childhood Memories | Canvas painting

Image
         Childhood Memories    Time has brought many changes  But memories of childhood remains forever  Those golden days, I lived the fullest Yes, they seems still sweet to remember.    But with every passing years   Those Halcyon days fade away Time has stolen the innocent smiles  Nothing can ever eternally stay.    The nostalgia of my childhood  Took a tour down my memory lane  The essence of those Childhood days I can hardly explain.                         Poem written by -  Moumita Kar           Artwork -  Sayani Karmakar           Date -  22nd July, 2020. 

Poem on Sunset | Canvas painting

Image
Sunset Its creates a heavenly beauty When the faded sun kisses the sea Just beyond this beautiful sunset I found my eternal destiny When the crimson hue of the sun Embraces the azure sky The embers of daylight quench And the crescent moon shines wondrous high As the sunshine puts on the somber crown The velvety night unfolds And the setting sun draws a magical canvas Just like a paradise holds.  Poem written by - Moumita Kar Artwork - Sayani Karmakar Date -   11th July, 2020.