Bengali poem



তোমার এই নতুনের শহরে 

আমি আজ বড্ড বেমানান , 

শব্দছকে জব্দ হয়ে

ভুল হয়ে যায় বানান । 

তোমার ওই মায়াবী শহর 

আমার এই একচালা ঘর , 

স্মৃতিগুলো ভিড় জমালেও

তুমি আজ অন্য কারোর । 

এখন আমার সন্ধ্যা নামে 

নিকোটিনের ধোঁয়ায় মিশে , 

আর রাতজাগা একাকিত্বরা

পড়ে থাকে ভাঙা কার্নিশে । 

                                   - মৌমিতা 


চিত্রাঙ্কন - সায়নী কর্মকার

তারিখ - ১১/১১/২০২১






Comments

Post a Comment

Popular posts from this blog

Bengali poem on Radha Krishna

Poem on Let you go - Pencil sketch

Your Eyes