Canvas painting - Bengali poem - প্রাক্তন
প্রাক্তন
তোমার নামে, নীলচে খামে
লেখা শেষ চিঠিটা আজও জানে
সেই বৃষ্টিভেজা সন্ধ্যাবেলার
শেষ স্মৃতিটা আজও বেঁচে বেলাশেষের গানে ।
সত্যি নয় সে রূপকথা
অবুঝ মনের চুপকথা ,
শব্দের আড়ালে চোখের ভাষারা
পাল্টে নিয়েছে দৃষ্টিকোণ
তবুও কোনো এক অন্তহীন অপেক্ষায়
আজও বেঁচে বেপরোয়া মন ।
ব্যস্ত দিনের বেহিসাবী ইচ্ছেগুলোর মাঝে
দূরত্ব বেড়েছে আজকাল
কখনো যারা চেয়েছিল এক হতে
আজ তারা সমান্তরাল ।
এখন শ্রাবণের ভেজা ছাদে
পড়ে থাকে ঝাপসা চোখ আর উদাস মন
একলা আকাশে , পুরোনো অভ্যাসে
বেঁচে থাকা সেই তুমি, আজ প্রাক্তন !!
Artwork - Sayani Karmakar.
Poem written by - Moumita kar
Artwork - Sayani Karmakar.
Date - 2nd September, 2020.
Khb vlo ❤️❤️
ReplyDeleteSo beautiful and we'll written 🔥🔥
ReplyDelete😍😍😘😘😘❤❤
ReplyDeleteKi darun
ReplyDelete♥️♥️🤗🤗
ReplyDeleteWow
ReplyDelete