Bengali poem - জাগরণ

জাগরণ 

লোক দেখানো দেবী পূজো 
কতদিন আর হবে
এবার তো একটু পুরুষ হয়ে 
ওদের রক্ষাও করতে হবে 

কালসাপে ভরা এই দুনিয়ায় 
কত না কি রোজ ঘটে 
তা বলে কি সব ঘটনা 
শুধু কাগজের'ই পটে 

কতদিন আর দেবীদের এমন 
শিকার হতে হবে 
সময় তো এলো আর কতদিন 
নিরব তোমার রবে 

যদি ভাবো পূজো করবে 
পুরূষত্বের প্রমাণ দেবে 
তাহলে বাঁচাও ওদের আজ
হিংস্র ওই পশুদের থেকে

প্রেমের নামে যারা করে 
এমন ভাবেই দেবীদের শিকার 
তাদের ও শেখাও ওরে পাগল 
প্রেম যে নয় রে ভোগের অধিকার 

ইমোশনাল ব্ল্যাকমেল আর প্রেমের লোভে কত দেবী 
খোয়ালো নিজের মান সম্মান 
সময় এল পুরুষ জাতি 
শেখাও ওদের প্রেমের বিধান 

ওরা যে মা, শুধু একদিন নয়
ওদের পূজো হোক দৈনিক
সারা পৃথিবী বুঝে উঠুক 
হয়ে উঠুক রক্ষার প্রতীক

শারদীয়ার শুভ লগ্নে 
প্রতিবদ্ধ হোক সবাই 
ভোগের নয় ভালোবাসার অধিকারী 
ওদের লড়াই আমাদের'ও লড়াই ।।


সৌজন্যে - সৌমদীপ 
তারিখ -  ২৩ শে সেপ্টেম্বর, ২০২০ । 







Comments

Post a Comment

Popular posts from this blog

Bengali poem on Radha Krishna

Poem on Let you go - Pencil sketch

Your Eyes