Bengali poem - সুযোগ
সুযোগ
জানি আজও বেঁচে আছি আমি,
তোমার খোলা চুলে
আজ আর ভালো করে কথা হয় না হয়তো নিজের কোনো ভুলে
স্বীকার করেছি আমি নিজের ভুলের কথা
কিন্তু, তবু কমেনি জানি তোমায় দেওয়া ব্যাথা
আজ মনে পড়ে পুরনো দিনের কথা
ফাঁকা রাস্তাতে তোমার হাত ধরে হাটা
ফিরতে চাইছি আমি, পুরনো ভালোবাসার নীড়ে
সুযোগ কি দেবে আমায়,নাকি হারিয়ে যাবো হাজারো মানুষের ভীড়ে ।।
- সৌরভ সরকার
Date - 6th September, 2020
❣️❣️❣️
ReplyDeleteMr লেখক
ReplyDeleteদারুন লিখেছেন।
Keep it up.
💖💖💖
ReplyDeleteRe bhi bhi 😁
ReplyDeleteChalia jao
Mast hoyche 😍😍
ReplyDelete