শুভ মহালয়া

শুভ মহালয়া  

রৌদ্রজ্জ্বল শরতের আকাশে
শিউলি সুবাস ভাসে 
আজ আগমনীর রঙ লেগেছে 
শিশির ভেজা ঘাসে । 
খুশির দোলায় উঠলো মেতে 
কাশের গহন বন 
মহালয়ার শারদ প্রাতে 
মায়ের আগমন । 
উঠলো বেজে শঙ্খ-নিনাদ
হিমেল বাতাসে আগমনী গান
উঠলো মেতে ঢাকের তালে
আবেগপ্লুত বাঙালী প্রাণ । 
সেজে উঠলো সৃষ্টি আবার
নতুন রূপে মায়ের হাতে  
শুভ হোক শারদীয়া 
দেবী দুর্গার আশীর্বাদে  ।। 
                             

চিত্রাঙ্কনে : সায়নী কর্মকার 
কন্ঠে : সৌমদীপ বেরা 
কলমে ও সৌজন্যে : মৌমিতা কর 
তারিখ : ১৭ ই সেপ্টেম্বর, ২০২০ । 







Comments

Post a Comment

Popular posts from this blog

Bengali poem on Radha Krishna

Poem on Let you go - Pencil sketch

Your Eyes