Bengali Poem

 মুক্তি

অভিযোগগুলো নিরবেই কত

প্রশ্নের জাল বোনে , 

উত্তরটা আজও পায়নি মুক্তি

পড়ে আছে এক কোনে । 

দূর হতে হতে হয়তো একদিন

হারিয়ে যাবো ভীড়ে , 

আবদার সব ফিরিয়ে দেবো 

স্মৃতির পাতা ছিঁড়ে । 

হয়তো হঠাৎই একদিন খেয়াল করবে

যোগাযোগ নিভে গেছে অবহেলাতেই , 

তবে ফিরে তাকিয়ে দেখবে সেদিন

তোমার মাঝে সেই আমি আর নেই । 

- মৌমিতা 


চিত্রাঙ্কন - সায়নী কর্মকার। 


 






Comments

Popular posts from this blog

Bengali poem on Radha Krishna

Poem on Let you go - Pencil sketch

Your Eyes