Bengali poem - Canvas painting : অতৃপ্ত
অতৃপ্ত ঠোঁটের কোনায় আলতো হাসি অন্য গল্প বলে যাক সত্যিটা শুধু আয়না দেখুক কষ্টটা নয় ব্যক্তিগত'ই থাক । সময়ের অবকাশে হারিয়ে গেছে ইচ্ছেগুলো, মন-জমিটা আজ পরিত্যক্ত পাওয়াগুলো সব মানিয়ে নিলেও চাওয়া'গুলো আজও অতৃপ্ত । । চিত্রাঙ্কন : সায়নী কর্মকার। কলমে : মৌমিতা কর । তারিখ : ২৫শে নভেম্বর, ২০২০ ।