অনুরাগে

 অনুরাগে

তোমাকে দেখেছি আমি  আমার অবকাশে
চেয়েছি তোমাকে আমারই  আসে পাসে,
তুমি ডাকছো আমায়, তোমার দেওয়া নামে
শান্ত ভাবে তাকিয়ে , আমি তোমার পানে ।

তুমি হয়তো জলপ্রপাত 
আর আমি এক শান্ত নদী
কি করে বলবো তোমায়
তোমাকে ছাড়া আমার পরিণতি ।

তুমি জানলে হয়তো আর শব্দ করবে না,
মনের ভিতর রাখবো কথা , তোমায় বলবো না,
পথের শেষে রয়ে যাবে শুধু তোমার হাসি,
না হয় পরজনমে বলবো তোমায় ভালবাসি ।
সৌরভ সরকার। 
Bengali poem | Bengali Short poem | Artwork | Canvas painting | Anuraage
:-   প্রদীপ্ত ভট্টাচার্য  । 
 ১২ই জুলাই, ২০২১ । 



Comments

Popular posts from this blog

Bengali poem on Radha Krishna

Poem on Let you go - Pencil sketch

Your Eyes