অনুরাগে
অনুরাগে
তোমাকে দেখেছি আমি আমার অবকাশে
চেয়েছি তোমাকে আমারই আসে পাসে,
তুমি ডাকছো আমায়, তোমার দেওয়া নামে
শান্ত ভাবে তাকিয়ে , আমি তোমার পানে ।
তুমি হয়তো জলপ্রপাত
আর আমি এক শান্ত নদী
কি করে বলবো তোমায়
তোমাকে ছাড়া আমার পরিণতি ।
তুমি জানলে হয়তো আর শব্দ করবে না,
মনের ভিতর রাখবো কথা , তোমায় বলবো না,
পথের শেষে রয়ে যাবে শুধু তোমার হাসি,
না হয় পরজনমে বলবো তোমায় ভালবাসি ।
- সৌরভ সরকার।
Comments
Post a Comment