শেষ কথা
ঢেকে যায় স্মৃতিরা,
কিছু বেঁচে থাকা আমি
আর হাজার ইচ্ছেরা
হারিয়ে বসে আছে বন্ধ ঘরের
অন্ধকারে ,
স্তব্ধ চোখের কিনারা ঘেঁষে
বইছে তারা চুপি সারে।
ঘন কালো রাতের মতো
বৃথাই খোঁজে আলো ,
একলা তারা মেঘের আড়ালে
উজ্জ্বলতা হারালো।
কিছু মুছে যাওয়া স্মৃতি
আর কয়েকটা না বলা গল্প
এই কি সব?
নাহ.... এতো অল্প ।
মনের ইচ্ছে মোড়ানো চিঠিটা আর
পুরোনো ডায়েরির ছেঁড়া পাতা ,
লিখেছে আজ তার
হারানো স্বপ্নগুলোর
শেষ কথা ।।
🖊মৌমিতা কর
🖌সায়নী কর্মকার
- Date -25th May, 2020
Oshadharon ❤️
ReplyDeleteWow😍😍
ReplyDeleteNice
ReplyDeleteOsadaron
ReplyDeleteBeautiful! All of it
ReplyDelete