Bengali poem on Radha Krishna
রাধা তোমার রূপের সুরে হয়েছো বিনোদিনী কেষ্ট সেথায় বাঁশির সুরে বাঁধিল মনের বাণী । কলঙ্কিনী রাধে তুমি গোয়ালিনীর কুমারী কানহা তোমার অমর প্রেমের সাক্ষী সকল নারী । বৃন্দাবনের বিনোদিনী সর্বগুনে সেরা মথুরার দেবকীনন্দন স্বর্ণ মোড়কে মোড়া । রঙটা তার কৃষ্ণবর্ণ পরনে কোমল বস্ত্র বাঁশির সুরে পাগল সবাই যাযাবর যত্রতত্র। কখনো সে কালী সেজে বাঁচায় আয়ানপত্নি কখনো বা বালক কানহা মারিল রাক্ষসী পুতনি। কখনো সে পাণ্ডবদের জয়ধ্বজাধারী কখনো বা সেই কৃষ্ণ মামার হত্যাকারী। দ্বারকার রাজা সে যে কতোনা লীলাখেলা ভাগবতের প্রতিষ্ঠিতার ভারী যে জুড়ি মেলা। এমন সুন্দর শ্রেষ্ঠ হৃদয় নেই যে কোনো পুরে পৃথিবীর শ্রেষ্ঠ প্রেমিক এমনকি বলে তারে ! রাধা কৃষ্ণের অমর মিলন শ্রেষ্ঠ সকল বাণী কলঙ্কিনী রাধা হলেও রাধা যে কৃষ্ণের মনি। এমন দুর্মূল্য প্রেমকাহিনী সর্বঅঙ্গে খ্যাত সারা নিধুবনের রাসলীলায় বৃন্দাবনবাসী মাতোয়ারা ।...
♥️♥️
ReplyDeleteEta amar khub pochonder chobi 👍
ReplyDelete