Digital panting - Bengali Poem : প্রথম প্রেম

ফেলে আসা দিনের কথা 
নাই বা রাখলে মনের খাতায় 
থাকুক বেঁচে প্রেম আমাদের
নতুন গল্প , নতুন পাতায় । 
পুরোনো সেই বন্ধ ঘরে
টুকরো কিছু কাচের ছবি ,
তোমার গল্প লিখছে আজ
তোমার প্রেমের নতুন কবি ।
লাল গোলাপে ঘর সাজানো
চোখ ধাঁধানো রঙীন আলো , 
প্রথম প্রেমের গোলাপটা আজ
শুধুই কাঁটা, লালচে কালো।
ভালোলাগা আর ভালোবাসা আজ 
অন্য কারোর সঙ্গে,
নতুন ছোঁয়ায় মন হারিয়ে 
মিশলে তারই অঙ্গে । 
ঊষ্ম শরীর আর ক্লান্ত চোখ  
নতুন ঠোঁটের ছোঁয়ায়,
প্রথম প্রেমের গল্পটা আজ 
ধুঁকছে কালো ধোঁয়ায়।
নতুন ফ্রেমে সাজানো আজ
নতুন নতুন ছবি 
প্রেম আমাদের আজও বেঁচে
বদলেছে শুধু  কবি  ।।  
                
By -  🖊মৌমিতা কর  । 
🖌সায়নী কর্মকার । 
Date - 9th June, 2020

Comments

Post a Comment

Popular posts from this blog

Your Eyes

We all Need

ময়ূরপঙ্খী