Fake Love - Bengali poem : water color painting
ভিজে বালিশ প্রতি রাতে
আজও তার সঙ্গী
কত কথা বলতে গিয়েও
ঠোঁটের কোণায় বন্দী ।
সত্যিটা ঢাকা আছে
কিছু মিথ্যের আড়ালে,
চেনা ভিড়ও অচেনা লাগে
নিজেকে হারালে।
উদাস মন, ঝাপসা দূ্'চোখ
বৃথাই খোঁজে আশা ,
অন্ধ প্রেমের মিথ্যে আগুনে
পুড়ছে ভালোবাসা ।
By - 🖊Moumita Kar
🖌Sayani Karmakar
Date - 1st June, 2020
Comments
Post a Comment