Posts

Showing posts from September, 2020

Bengali poem - জাগরণ

Image
জাগরণ   লোক দেখানো দেবী পূজো  কতদিন আর হবে এবার তো একটু পুরুষ হয়ে  ওদের রক্ষাও করতে হবে  কালসাপে ভরা এই দুনিয়ায়  কত না কি রোজ ঘটে  তা বলে কি সব ঘটনা  শুধু কাগজের'ই পটে  কতদিন আর দেবীদের এমন  শিকার হতে হবে  সময় তো এলো আর কতদিন  নিরব তোমার রবে  যদি ভাবো পূজো করবে  পুরূষত্বের প্রমাণ দেবে  তাহলে বাঁচাও ওদের আজ হিংস্র ওই পশুদের থেকে প্রেমের নামে যারা করে  এমন ভাবেই দেবীদের শিকার  তাদের ও শেখাও ওরে পাগল  প্রেম যে নয় রে ভোগের অধিকার  ইমোশনাল ব্ল্যাকমেল আর প্রেমের লোভে কত দেবী  খোয়ালো নিজের মান সম্মান  সময় এল পুরুষ জাতি  শেখাও ওদের প্রেমের বিধান  ওরা যে মা, শুধু একদিন নয় ওদের পূজো হোক দৈনিক সারা পৃথিবী বুঝে উঠুক  হয়ে উঠুক রক্ষার প্রতীক শারদীয়ার শুভ লগ্নে  প্রতিবদ্ধ হোক সবাই  ভোগের নয় ভালোবাসার অধিকারী  ওদের লড়াই আমাদের'ও লড়াই ।। সৌজন্যে - সৌমদীপ  তারিখ -  ২৩ শে সেপ্টেম্বর, ২০২০ । 

Revolution

                  Revolution  Revolution: A race against time A topic to be covered, words to be brought; In front of the world where usage of time is taught; Elements of society, varieties in culture; Has come through the changes from past to the future; Extinction of good deeds is a part of the modern age; Where selfish gain has made kindness a mirage; The want of more, more than we need; Has changed the thinking even of a kid.   In spite of all these, another idea also comes; In which the other side is present, which we welcomes; Fruits of revolution is brought to us; Where the thinking is based on our logic’s rush; Where Tagore’s great line of poetry gives us hopes to lay; “Where the clear stream of reason has not lost its way;” Where we have got rid to some extent from meaningless rituals; And realistic thinking wins over deceptive visuals.                         ...

শুভ মহালয়া

Image
শুভ মহালয়া   রৌদ্রজ্জ্বল শরতের আকাশে শিউলি সুবাস ভাসে  আজ আগমনীর রঙ লেগেছে  শিশির ভেজা ঘাসে ।  খুশির দোলায় উঠলো মেতে  কাশের গহন বন  মহালয়ার শারদ প্রাতে  মায়ের আগমন ।  উঠলো বেজে শঙ্খ-নিনাদ হিমেল বাতাসে আগমনী গান উঠলো মেতে ঢাকের তালে আবেগপ্লুত বাঙালী প্রাণ ।  সেজে উঠলো সৃষ্টি আবার নতুন রূপে মায়ের হাতে   শুভ হোক শারদীয়া  দেবী দুর্গার আশীর্বাদে  ।।                                চিত্রাঙ্কনে : সায়নী কর্মকার  কন্ঠে : সৌমদীপ বেরা  কলমে ও সৌজন্যে : মৌমিতা কর  তারিখ : ১৭ ই সেপ্টেম্বর, ২০২০ । 

Bengali poem - সুযোগ

Image
                       সুযোগ   জানি আজও বেঁচে আছি আমি,  তোমার খোলা চুলে  আজ আর ভালো করে কথা হয় না হয়তো নিজের কোনো ভুলে স্বীকার করেছি আমি নিজের ভুলের কথা কিন্তু, তবু কমেনি  জানি তোমায় দেওয়া ব্যাথা আজ মনে পড়ে পুরনো দিনের কথা   ফাঁকা রাস্তাতে তোমার হাত ধরে হাটা   ফিরতে চাইছি আমি, পুরনো ভালোবাসার নীড়ে    সুযোগ কি দেবে আমায়,নাকি হারিয়ে যাবো হাজারো মানুষের ভীড়ে ।।                   - সৌরভ সরকার    Date -  6th September, 2020                                                 

Canvas painting - Bengali poem - প্রাক্তন

Image
                              প্রাক্তন   তোমার নামে, নীলচে খামে লেখা শেষ চিঠিটা আজও জানে সেই বৃষ্টিভেজা সন্ধ্যাবেলার  শেষ স্মৃতিটা আজও বেঁচে বেলাশেষের গানে ।  সত্যি নয় সে রূপকথা অবুঝ মনের চুপকথা ,  শব্দের আড়ালে চোখের ভাষারা পাল্টে নিয়েছে দৃষ্টিকোণ  তবুও কোনো এক অন্তহীন অপেক্ষায়  আজও বেঁচে বেপরোয়া মন  ।  ব্যস্ত দিনের বেহিসাবী ইচ্ছেগুলোর মাঝে দূরত্ব বেড়েছে আজকাল  কখনো যারা চেয়েছিল এক হতে আজ তারা সমান্তরাল । এখন শ্রাবণের ভেজা ছাদে  পড়ে থাকে ঝাপসা চোখ আর উদাস মন একলা আকাশে , পুরোনো অভ্যাসে বেঁচে থাকা সেই তুমি, আজ প্রাক্তন !!                  Artwork - Sayani Karmakar.           Poem written by - Moumita kar               Artwork - Sayani Karmakar.                Date - 2nd September, 2020.     ...